ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৮০

রেলওয়ের ২১ ইঞ্জিন মেরামতে ২৪১ কোটি টাকার প্রকল্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৫ ২৫ জুন ২০১৯  

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে রেলওয়ের ২১  ইঞ্জিন মেরামতে ২৪১ কোটি টাকার প্রকল্পসহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ১০ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা। 
মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 
বাংলাদেশ রেলওয়ের ২১টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ নবরূপায়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৪১ কোটি টাকা। চলতি বছর থেকে ২০২২ সাল নাগাদ এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।
 
জানা গেছে, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ২৭২টি লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে। এরমধ্যে ১৯৬টিরই অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। ফলে রেল সেবায় কিছুটা বিঘœ ঘটছে। এই অবস্থায় রেলের গতি বাড়াতে নতুন ইঞ্জিন ক্রয়ের পাশাপশি পুরনোগুলোকে মেরামতের উদ্যোগ নিয়েছে সরকার। 

রেল বিভাগ সূত্রে জানা গেছে, ১ হাজার ৬৫০ হর্স পাওয়ার বিশিষ্ট ২১টি ইঞ্জিন বা লোকোমোটিভ ১৯৯৫ সালে জার্মানি থেকে কেনা হয়েছিল। মিটারগেজ ডিজেল লোকোমোটিভগুলোর আয়ুষ্কাল  আগেই পেরিয়ে গেছে।  এই ২১টি লোকোমোটিভ প্রধানত মেইন লাইনে চলাচল করত। বর্তমানে এগুলোর কার্যক্ষমতা একেবারে কম।  ফলে অনেক লোকোমোটিভ সিডিউল ওভারভিউ অবস্থায় পড়ে আছে। 

সূত্র জানায়, সম্পূর্ণ সরকারি অর্থায়নে এই প্রকল্পবাস্তবায়িত হবে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় এসব লোকোমোটিভগুলো মেরামত করা হবে।

বৈঠক শেষে রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, এ প্রকল্পের মাধ্যমে লোকোমোটিভ প্রাপ্যতা বৃদ্ধি,  নিরাপদ ট্রেন পরিচালনার পাশাপাশি সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। ইঞ্জিনগুলো সংস্কার করা হলে  আরও ২০ বছর সার্ভিস দিতে পারবে। রেলপথে  গতিও বাড়বে। একইসাথে সৈয়দপুর রেল কারখানা সংস্কার করা হবে বেল মন্ত্রী জানান।